ঢেউ

Saikat Basak
2 min readJun 23, 2021

--

সৈকত বসাক

না, আমি সমুদ্রের ঢেউ এর কথা বলছি না| মানুষের জীবনে সব কিছু আসে ঢেউ এর মত| আমরা খুব অল্প সময়ের মধ্য়ে কোন বিষয়ে নিমগ্ন হয়ে যাই| তারপর কিছুদিন [যেটা দিন, সপ্তাহ বা মাস হতে পারে] পরে পুরো ব্যাপারটা আর important থাকে না নানাবিধ কারণে| এটা যদিও আদৌ কোন অস্বাভাবিক ব্যাপার নয়| জীবনে কোন ব্যাপার টা আমাদের কাছে ঐ মুহূর্তে important এটা সবসময় পালটাতে থাকে কারণ আমাদের জীবনে change আসতেই থাকে| যেমন প্রিয়জনের শরীর খারাপ, তখন আমাদের পুরো মনোযোগ রুগীকে সুস্থ করে তোলায়| আমরা যদি আমাদের জীবনের সব সমস্যার list বানাই, তবে দেখা যাবে পুরো জীবন ধরেই কোন না কোন সমস্যা আমাদের ব্যাস্ত রেখেছে| আমাদের জীবনে আনন্দও ঢেউ এর মত আসে| কিছু সময়ের জন্য় আমরা কোন ব্যাপারে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাই| তারপর আবার জীবন গতানুগতিক ছন্দে ফেরে|

এই ঢেউ এর তাৎপর্য হলে যে আমারা যখন জীবনে পেছনে ফিরে তাকাই, তখন শুধু আমার এই ঢেউ গুলোকেই মনে রাখি| ইংরিজি তে বলে ঢেউ এর crest আর trough. crest কে বলা যায় আনন্দে মেতে থাকার সময় আর trough হলো দুঃখে বিষন্নময় হয়ে থাকার সময়| অতীতে ফিরে তাকালে মনে হয়ে crest আরে trough এর মাঝের সময় গুলো সব compressed হয়ে মিলিয়ে গেছে যেন মন থেকে| আপনি এটা এক্ষুনি পরীক্ষা করে দেখতে পারেন| বলুন দেখি আজ থেকে 5 বছর আগে আপনার জীবনে কি ঘটেছিল| সম্ভবতঃ আপনি ঐ সালের কিছু highlight ই মনে করতে পারেবেন, যেমন কোথাও বেড়াতে যাওয়া, জীবনের কোন turning event যেমন বিয়ে, সন্তানের জন্ম, কাজে সাফল্য় বা কোন বড় ঝামেলায় পরা ইত্যাদি| অতীতের সাধারণ দিন গুলো আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়| কিন্তু ভেবে দেখলে বোঝা যাবে যে ঐ সাধারণ দিন গুলো ও কিন্তু আনন্দের ছিল কারণ ঐ দিন গুলোতে আমারা কোন ঝামেলায় ছিলাম না|

ঢেউ এর উঁচু নিচু টা কিন্তু আপেক্ষিক| আমারা অনেক সময় ফ্যাঁসাদে পড়ে ভাবি আমরা খুব দুঃখে আছি কিন্তু যদি আরো বড় সমস্যা বা ঢেউ এসে যায় তখন মনে হয় আগের সমস্যাটা কিছুই এমন দুঃখ জনক ছিল না|

এই বক্ত্যবের্ মূল্ মন্ত্র হলে যে যখন্ আমরা ঢেউ এর্ crest বা trough এ নেই , সেই সময়্টাও উপভোগ্ করা কারণ্ আমরা জানি না যে ভবিষ্য়তে আর কোন বড় ঢেউ আস্ছে কিনা আমাদের্ জীবনে |

--

--

Saikat Basak
0 Followers

Author, blogger, traveler, investor. Loves technology and innovation. Believes in data driven decisions.