সহজে দ্রুত বাংলা লেখার অ্যাপ

Saikat Basak
2 min readMay 24, 2021

--

সৈকত বসাক

বাংলা লেখার অ্যাপ টি ব্য়াবহার করতে হলে এই link এ ক্লিক করুন

এটি web অ্যাপ তাই আপনার ডিভাইসে কিছু ইনস্টল করার প্রয়োজন নেই

বেশীর ভাগ বাংলা ভাষীরাই কিন্তু নিজেদের মধ্য়ে কম্পিউটারে লেখালিখি করলে ইঙরিজিতে করেন| এর কারণ হল বাংলায় এখনও কম্পিউটারে লেখা কঠিন| বাংলায় লেখার জন্য় মূলতঃ গুগুল ইন্ডিক কীবোর্ড সবাই ব্য়াবহার করেন| এটা যদিও ফোনে কাজ করে, অনেক লম্বা লেখা (যেমন রচনা, গল্প, প্রবন্ধ ইত্য়াদি) ফোনে লেখা শক্ত| কিছু বাংলা লেখার ডেস্ক্টপ অ্যাপ আছে কিন্তু তেমন জনপ্রিয় হয়নি| অনেকে এখনও মনে করেন কম্পিউটারে বাংলা লেখা ঝামেলার ব্য়াপার| তাই শিক্ষিত মানুষরা প্রায় ই বাংলার বদলে ডিজিটাল লেখার সময় ইঙরিজিতেই লেখেন|

সুতরাং সমস্য়া টা হল যে ডিজিটালি লিখতে হলে ইঙরিজি লেখা সহজ আর বাংলা লেখা শক্ত ও সময়সাপেক্ষ| কিন্তু বাংলা লেখা কে কি করে সহজ করা যায়? কম্পিউটারে গুগুলের দ্বারা লিখতে গেলে ইন্টারনেট লাগে| গুগুল লেখার সময় হয় অপশান দেয় বা নিজে কিছু default বানান select করে নেয়| যেহেতু বাংলা বর্ণ মালায় প্রায় 50 টি অক্ষর আছে আর ইঙরিজি বর্ণমালায় মাত্র 26 টি অক্ষর আছে, ইঙরিজি হরফে বাংলা লিখতে গেলে অ্যাপ কে আন্দাজ করতে হয় আপনি কি লিখতে চাইছেন| এতে লেখায় ভুল হবার সম্ভাবনা থাকে| এই কারণে, Ensel Software এর অ্যাপ টি তে অক্ষর সংখ্য়া বাড়ানো হয়েছে ইঙরিজি হরফ কে case sensitive করে| এখানে t মানে ত আর T মানে ট, d মানে দ আর D মানে ড| যেখানেই বাংলায় দুরকম উচ্চারণ হতে পারে, সেখানে বড় হাতের ও ছোটো হাতের অক্ষরের মধ্য়ে পার্থক্য় করা হয়| আরো উদাহরণ r মানে র আর R মানে ড়, s হল স, sh হল শ আর Sh হল ষ, dh হল ধ আর th হল থ| জ আর য এর তফাত j আর J দিয়ে|

এই পদ্ধতির সুবিধে হল যে আপনি যা লিখবেন হুবহু বা ইঙরিজি হরফ থেকে বাংলা হরফে অনুলিখিত হয়ে যাবে| লেখা হবে অনেক তাড়াতাড়ি কারণ আপনি কি লিখতে চাইছেন সেটা অ্যাপ কে অনুমান করে আপনাকে বিভিন্ন অপশান দিতে হবে না| আপনি যদি বাংলা আর ইঙরিজি শব্দ দুটোই লেখার মধ্য়ে ঘন ঘন ব্য়াবহার করেন তবে সেটাও করা খুব সোজা| কোন শব্দের আগে # দিয়ে দিলে সেটা অনুলিখত হবে না, যেমন #English লিখলে দেখাবে English. এই ভাবে লেখাকে বলা হয় deterministic লেখা, কারণ আপনার লেখাকে অ্যাপ predict করছে না, যেটা গুগুল করে থাকে|

অনেকে বলতে পারেন যে এইভাবে ছোটো হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর দিয়ে লেখা ঝামেলা| আসলে এসব ই অভ্য়াসের ব্য়াপার| আপনি কিছু দিন প্র্যাকটিস করে দেখুন, খুব সহজ মনে হবে| অভ্র বাংলা কীবোর্ডও এই ভাবে কাজ করে| সুতরাং এই ভাবে লেখা সম্পুর্ন নতুন নয়|

আসুন আমার এনসেল সফটওয়্যারের উদ্ভাবিত এই অ্যাপ টা দিয়ে বাংলা লিখি| ভাষা হোক উন্মুক্ত, লেখা হোক সহজ| সুনিয়ম সবসময়|

বাংলা লেখার অ্যাপ টি ব্য়াবহার করতে হলে এই link এ ক্লিক করুন

--

--

Saikat Basak
0 Followers

Author, blogger, traveler, investor. Loves technology and innovation. Believes in data driven decisions.